শাল্লা উপজেলায় চেয়ারম্যান হলেন অবনী মোহন দাস

সিলেট মিরর ডেস্ক


মে ০৮, ২০২৪
০১:৪১ অপরাহ্ন


আপডেট : মে ০৮, ২০২৪
০৬:৪৩ অপরাহ্ন



শাল্লা উপজেলায় চেয়ারম্যান হলেন অবনী মোহন দাস

শাল্লা উপজেলায় চেয়ারম্যান হলেন অবনী মোহন দাস


সুনামগঞ্জে প্রথম ধাপের নির্বাচনে শাল্লা উপজেলার ৩৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবনী মোহন দাস বিজয়ী হয়েছেন।

বুধবার অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হন তিনি।

শাল্লায় বিএনপি থেকে বহিষ্কৃত উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকারকে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন অবনী।

ঘোড়া প্রতীকে অবণীর প্রাপ্ত ভোট ২৪ হাজার ৪৩২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গনেন্দ্র আনারস প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৪৭৭ ভোট।

জিসি / ০৭