‘উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত অনশন চলবে’

শাবিপ্রবি প্রতিনিধি


জানুয়ারি ২২, ২০২২
১০:৪৭ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২২, ২০২২
১০:৪৭ অপরাহ্ন



‘উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত অনশন চলবে’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ শনিবার (২২ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শাবিপ্রবির পাঁচ জন শিক্ষকের সঙ্গে ঢাকায় বৈঠক শেষে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানান।

এর পরই আন্দোলনকারীদের একজন মুখপাত্র বলেন, 'উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি চলবে। প্রয়োজনে আমরা সবাই অনশনে বসব।'

তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, 'শিক্ষার্থীরা ৭৮ ঘণ্টা ধরে অনশনে এবং তাদের শারীরিক অবস্থা খুব খারাপ। এ অবস্থায় আমরা এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই। শিক্ষামন্ত্রী একটি প্রতিনিধিদল পাঠাতে পারেন অথবা অনলাইনেও আলোচনা হতে পারে। উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি চলবে।'

শিক্ষামন্ত্রী আজ সন্ধ্যায় শাবিপ্রবির পাঁচ জন শিক্ষকের সঙ্গে মিন্টো রোডে তার বাসভবনে বৈঠক করেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা বৈঠক চলে। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, 'আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করা সম্ভব। আমরা আলোচনায় বসতে রাজি আছি। কথা বলা যাবে না, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'

আরসি-৩০