ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর আর নেই

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৫, ২০২২
০৩:২৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৫, ২০২২
০৩:২৭ পূর্বাহ্ন



ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর আর নেই

ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর আর নেই। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বাড়িতেই মৃত্যু হয়েছে এ খ্যাতিমান শিল্পীর।

উত্তর ভারতের লখনউতে জন্ম হলেও ওয়াসিম কাপুরের কাজের ক্ষেত্র ছিল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।

ছবি নিয়ে ভাবনা, আঙ্গিক ও রঙের ব্যবহারের জন্য নিজস্ব পরিচয় গড়ে তুলেছিলেন ওয়াসিম কাপুর। অমিতাভ বচ্চন, জ্যোতি বসুসহ অনেক বিশিষ্টজনের ছবি এঁকেছিলেন তিনি।

ওয়াসিম কাপুর থাকতেন কলকাতার প্রফুল্ল সরকার স্ট্রিটের একটি বাড়িতে। সেখানেই চলে গেলেন শিল্পী। পশ্চিমবঙ্গের শিল্পীমহলে শোকের ছায়া নেমেছে তাঁর প্রয়াণে।

১৯৫১ সালে লখনউতে জন্ম ওয়াসিম কাপুরের। পড়াশোনা করেন কলকাতাতেই। ইন্ডিয়ান কলেজ অব আর্টস অ্যান্ড ড্রাফ্টসম্যানশিপ থেকে ফাইন আর্টসে ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন।

অনেকে বলেছেন, কলেজের প্রথম বর্ষেই তাঁর ছবি প্রদর্শনীতে জায়গা করে নেয়। জাতীয় ও রাজ্য পর্যায়ের কয়েকটি পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। 

আরসি-২২