তামিমের সেঞ্চুরিতে বড় ব্যবধানে জিতল ঢাকা

খেলা ডেস্ক


জানুয়ারি ২৮, ২০২২
০২:৫৭ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৮, ২০২২
০২:৫৭ অপরাহ্ন



তামিমের সেঞ্চুরিতে বড় ব্যবধানে জিতল ঢাকা

তামিম ইকবালের সেঞ্চুরিতে বিপিএলে সিলেট সানরাইজার্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। সিলেটের দেওয়া ১৭৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৮ বল হাতে রেখে এক উইকেট হারিয়ে লক্ষ্য অতিক্রম করে ঢাকা।

সেঞ্চুরির খরার টুর্নামেন্টে এক ম্যাচই সাক্ষী হলো দুই সেঞ্চুরির। সিলেট বনাম ঢাকার ম্যাচে সিলেটের লেন্ডল সিমন্সের পর শতক হাঁকিয়েছেন ঢাকার তামিম ইকবাল খানও। ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান ১৭৫ রানের জবাবে ৬১ বলে শতক তুলে নিয়েছেন । 

শেষ পর্যন্ত তামিমের ৬৪ বলে তামিম করেন ১১১ রান। তার ইনিংসটিতে ছিল ১৭টি চার ও ৪টি ছয়ের মার। বিপিএলে এটি তামিমের দ্বিতীয় সেঞ্চুরি। একইসঙ্গে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও। মুশফিকুর রহিমকে পেছনে ফেলে সেরার আসনে বসেছেন তিনি। এ ম্যাচে তামিম যেমন বিধ্বংসী খেলেছেন তেমনি তার ওপেনিং পার্টনার মোহাম্মদ শেহজাদও ছিলেন মারমুখী ভঙ্গিতে। ৩৯ বলে ৫৩ রান করে আলাউদ্দিনের বলে আউট হন তিনি।

এর আগে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান করে সিলেট সানরাইজার্স। সিলেটের হয়ে সেঞ্চুরি করেন লেন্ডল সিমন্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে সিলেট। উদ্বোধনী জুটিতেই তারা তুলে ৫০ রান। এ সময় ওপেনার এনামুল হক বিজয়কে কাইস আহমেদের ক্যাচবন্দী করেন এবাদত হোসেন। ১৬ বলে ১৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন এনামুল। মোহাম্মদ মিঠুন, কলিন ইনগ্রাম আউট হন অল্প সময় ব্যবধানে। মিঠুন ৬ রান করলেও ইনগ্রাম নামের পাশে কোনো রানই যোগ করতে পারেননি। রবি বোপরারা আউট হন ১৩ রান করে।

সিলেটের ব্যাটাররা একের পর এক আউট হতে থাকলেও একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ওপেনার লেন্ডল সিমন্স। বিপিএলের এবারের আসরের প্রথম সেঞ্চুরিটা আসে তার ব্যাট থেকেই। ৫৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত তার ৬৫ বলের ইনিংসে ছিল ১৪টি ও ৫টি ছয়ের মার। সিমন্সকে সাজঘরে পাঠান আন্দ্রে রাসেল।

এরপর মোসাদ্দেক হোসেন সৈকতের ৯ ও আলাউদ্দিন বাবুর ২ রানে ভর করে ১৭৫ রানের সংগ্রহ পায় সিলেট। ঢাকার হয়ে একটি করে উইকেট নেন মাশরাফী বিন মোর্ত্তজা, আন্দ্রে রাসেল, এবাদত হোসেন ও কাইস আহমেদ।

আরসি-২৫