মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘এমপিএল’র দশম আসর শুরু

খেলা ডেস্ক


জানুয়ারি ২৯, ২০২২
০১:৩৭ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৯, ২০২২
০১:৩৭ অপরাহ্ন



মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘এমপিএল’র দশম আসর শুরু

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লিগের (এমপিএল) দশম আসর শুরু হয়েছে।

আজ শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে স্বাস্থ্যবিধি মেনে লিগের উদ্বোধন করা হয়।

এমপিএলের দশম আসরের সফলতা কামনা করেছেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, পরিচালক (সাধারণ প্রশাসন) তারেক ইসলাম প্রমুখ।

এমপিএলের উদ্বোধনী ম্যাচে ইংরেজি বিভাগ ৮৭ রানে হারায় ব্যাজার্স ব্যাটালিয়নকে। ইংরেজি বিভাগের ইউসুফ হন ম্যাচসেরা। দ্বিতীয় ম্যাচে এমইউ এডমিনকে ৭৮ রানে হারায় সিএসই থান্ডার্স। বিজয়ী দলের রাহী হন ম্যান অব দ্য ম্যাচ।

দিনের শেষ ম্যাচে এমইউ ওয়ারিয়র্সকে ১৬ রানে হারায় ব্রাদার্স অব এলএলবি। ম্যাচসেরার পুরস্কার পান ব্রাদার্স অব এলএলবির অভিজিৎ।

এমপিএলের দশম আসরের পৃষ্ঠপোষকতায় আছে ওয়ালটন প্লাজা, পাওয়ার্ড বাই ভিভো। কো-স্পন্সর হিসেবে আছে সিলসিলা টেকওয়ে এন্ড কুইজিন, দ্য ক্রেইভ, ইনাইস ক্যাফে, নিউটন ছাত্রী হোস্টেল, হোটেলিয়ার এবং একুশে ডেকোরেটার্স। মিডিয়া পার্টনার হিসেবে আছে সিলেটভিউ২৪ডটকম।

এমপিএলের সার্বিক তত্ত্বাবধানে আছেন এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অর্নক দাস গুপ্ত ও সাংগঠনিক সম্পাদক ফাহিম চৌধুরীসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

আরসি-০৯