আরিফুলের সেঞ্চুরির পরও যুবাদের হার

খেলা ডেস্ক


জানুয়ারি ৩১, ২০২২
০৬:৪১ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ৩১, ২০২২
০৬:৪১ অপরাহ্ন



আরিফুলের সেঞ্চুরির পরও যুবাদের হার

আগের ম্যাচে ভারত, এবার পাকিস্তান। দুই ম্যাচেই ব্যর্থ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং। দুই ম্যাচের মধ্যে পার্থক্য হয়ে থাকলেন কেবল আরিফুল ইসলাম। দলের অর্ধেকের বেশি রান এল তার ব্যাট থেকে। করলেন সেঞ্চুরিও। 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফিফথ প্লেস সেমিফাইনালে আগে ব্যাট করে পাকিস্তানের সামনে ১৭৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশের যুবারা। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে টাইগার যুবারা। দলীয় ১২ রানে সাজঘরে ফেরত যান ওপেনার মাহফিজুল ইসলাম। 

২৭ বলে ৬ রান করেন তিনি। ৫৮ বলে ২৫ রান করে আরেক ওপেনার ইফতেখার হোসেন হন রান আউট। প্রান্তিক নওরোজ নাবিল ও আইচ মোল্লা কেউই নিজেদের ইনিংস লম্বা করতে পারেননি। আইচ ৪ ও নাবিল করেন ১ রান। 

এক প্রান্ত ধরে রাখেন আরিফুল ইসলাম। ৪৯তম ওভারে যখন আউট হন- তখন তার নামের পাশে ৫ চার ও ৪ ছক্কায় ১১৯ বলে ১০০ রান। তিনি ছাড়া পরের দিকের কোনো ব্যাটসম্যানও হাল ধরতে পারেননি। 

ইনিংসের ৪ বল বাকি থাকতে ১৭৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে ১০ ওভারে ৫২ রান দিয়ে ৩ উইকেট নেন আওয়াস আলি। ১০ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন মেহরান মুমতাজ। 

জবাবে ২১ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে হাসিবুল্লাহ খান সর্বোচ্চ হাসিবুল্লাহ খান ৭৯ রান করেন। যুবা টাইগার অধিনায়ক রাকিবুল ২টি এবং নাইমুর রহমান একটি উইকেট পেয়েছেন। ম্যাচ সেরা হয়েছেন আরিফুল। 

আরসি-০৪