সিলেট সানরাইজার্সকে ‘সন্দেহ’ বেটিং সংস্থারই

খেলা ডেস্ক


ফেব্রুয়ারি ০৭, ২০২২
০৮:২৭ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২২
০৮:২৭ অপরাহ্ন



সিলেট সানরাইজার্সকে ‘সন্দেহ’ বেটিং সংস্থারই

আসর শুরুর আগে থেকেই নানা ফিসফাস শোনা যাচ্ছিল তাদের নিয়ে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের মাঝপথে এসে সিলেট সানরাইজার্সকে নিয়ে বাজারে চালু থাকা যাবতীয় ‘গুঞ্জন’ যেন সন্দেহ এবং সংশয়ের শক্ত ভিতই খুঁজে পেল। সেটি খুঁজে দিল খোদ অনলাইনে জুয়া পরিচালনা করা বিশ্বের অন্যতম বৃহৎ এক কম্পানি।  

লন্ডন ও ডাবলিনভিত্তিক অনলাইন বেটিং সংস্থা ‘বেটফেয়ার’ বিপিএলে উল্লিখিত ফ্র্যাঞ্চাইজির কোনো ম্যাচই আর তাদের বেটিংয়ের আওতায় রাখবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

যে সিদ্ধান্তের খবর তারা গত ৪ ফেব্রুয়ারি ‘টুইট’ করে জানায়। পরে সেই টুইট ডিলিট করা হলেও ততক্ষণে সিলেট সানরাইজার্সকে নিয়ে সন্দেহ চাউর হয়ে গেছে আরো।

সংস্থাটি তাদের টুইটে ঘোষণাটি দেয় এভাবে, ‘আমাদের ট্রেডিং ডিপার্টমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাকি অংশে তারা স্পোর্টসবুক কিংবা দ্য এক্সচেঞ্জে সিলেট সানরাইজার্সের কোনো ম্যাচ আর রাখবে না। অসুবিধার জন্য দুঃখিত এবং যুক্ত থাকার জন্য ধন্যবাদ।’

আরসি-০৭