সিলেট স্টেডিয়াম ভালো লেগেছে সিডন্সের

খেলা ডেস্ক


ফেব্রুয়ারি ০৮, ২০২২
০৩:৫২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২২
০৩:৫২ পূর্বাহ্ন



সিলেট স্টেডিয়াম ভালো লেগেছে সিডন্সের

দুই বছরের চুক্তিতে বিসিবির ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিয়েছেন জেমি সিডন্স। গত দুই ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছেন এই অস্ট্রেলিয়ান কোচ। বাংলাদেশের পা রাখার পর দিন থেকেই কাজে নেমে পড়েছেন তিনি।

মাঠে নামার আগে এখন মাঠে দেখে বেড়াচ্ছেন সিডন্স। প্রথম দিন মিরপুরের মাঠে যান বিপিএল খেলা দেখতে। এরপর সোমবার ( ৭ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেখতে এসেছেন তিনি। নয়াভিরাম সিলেট স্টেডিয়াম মনে ধরেছে সিডন্সের। 

গুঞ্জন শুনা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হতে যাচ্ছেন সিডন্স। আবার শুনা যাচ্ছে, ব্যাটিং কোচ হবেন। ঠিক কি হবেন সেটি বিসিবির পক্ষ থেকে এখনো পরিস্কার করা হয়নি। 

তবে অবস্থাদৃষ্টে বোঝা যাচ্ছে আাফগানিস্তানের সঙ্গে সিরিজে টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে দেখা যাবে সিডন্সকে। সেক্ষেত্রে অ্যাশওয়েল প্রিন্সকে হাই পারফরম্যান্সের দায়িত্ব দেওয়া হতে পারে।

সিডন্স বাংলাদেশ দলের হেড কোচ থাকাকালীন ১৯ টি টেস্টে ২টি জিতেছিল আর বাকিসব ম্যাচে হেরেছিল। ওয়ানডেতে ৮৪টি ম্যাচে টাইগাররা জয় পায় ৩১টি ম্যাচে আর হারে ৫৩টি ম্যাচ। টি-টোয়েন্টিতে ৮ ম্যাচের ৮টিতেই হারে বাংলাদেশ।

আরসি-০৫