সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২২
০৯:০৫ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২২
০৯:০৫ অপরাহ্ন
এক সপ্তাহ নয়, বেরেতার মৃত্যুর কথা দু’বছরেও কেউ জানতে পারেনি। নিজের শোয়ার ঘরের চেয়ারে দু’ বছর ধরে পড়ে ছিল তার মরদেহ।
এই নারীর মরদেহ উদ্ধার হওয়ার পর এককীত্বের বিষয়টি নিয়ে বেশ আলাপ-আলোচনা শুরু হয়েছে ইতালিতে। গেল শুক্রবার ৭০ বছর বয়সী এই বৃদ্ধার মরদেহ পায় পুলিশ।
স্থানীয় গণমাধ্যম বলছে, তার জীবিত কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি। অন্তত আড়াই বছর প্রতিবেশিরাও তাকে দেখেননি।
ওই বৃদ্ধার বাসার বাগানের একটি গাছ পড়ার খবরে সেখানে হাজির হয় পুলিশ।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, তার এই মৃত্যুতে সন্দেহজনক কিছু এখনও পাওয়া যায়নি। এই মৃত্যুর খবরে ইতালির একজন মন্ত্রী ফেসবুকে লিখেছেন, এভাবে একা হয়ে যাওয়টা মোটেও কাম্য নয়।
২০১৮ সালের একটা পরিসংখ্যান অনুসারে, ইতালিতে ৭৫ বছরের বেশি বয়সী প্রায় ৪০ শতাংশ মানুষ একাই থাকেন। তাদের বিপদে হাত বাড়ানোর মতো কোনো স্বজন বা বন্ধু নেই।
বি এন-০৬