৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে বিদায় নেবে করোনা

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৩, ২০২২
০৫:০৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২২
০৫:০৯ পূর্বাহ্ন



৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে বিদায় নেবে করোনা
এমনটি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বের ৭০ শতাংশ মানুষকে করোনা টিকার আওতায় আনা গেলে এ বছরই বিদায় নেবে করোনা বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসু।

দক্ষিণ আফ্রিকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিশ্বের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে। ‘যদি ৭০ শতাংশ মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জন করা যায়, তবে সত্যি এই মহামারি বিদায় নেবে এবং এটাই আমরা প্রত্যাশা করছি। আর এই টিকা কর্মসূচি আমাদের হাতে।

এসময় তিনি আরও জানান, আফ্রিজেন বায়োলজিক অ্যান্ড ভ্যাকসিনেস নামে একটি প্রতিষ্ঠান আরএনএ টিকা তৈরি করছে যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার জিনবিন্যাস ব্যবহার করে। এই প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়েছিলেন তিনি।

টিকা প্রসঙ্গে তিনি বলেন, এই টিকার দাম কম হবে এবং কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও এই টিকা ভালো হবে বলে আমাদের প্রত্যাশা।

এদিকে আফ্রিকায় তৈরি এই টিকা শেষ ধাপের পরীক্ষার জন্য প্রস্তুত হবে আগামী নভেম্বরে। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালে এই টিকা অনুমোদন পাবে।

আরসি-০২