সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২২
০৪:৩৫ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২২
০৪:৩৫ অপরাহ্ন
করোনায় আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলে সদ্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ প্রাপ্ত জেমি সিডন্স। নতুন দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
তবে বাংলাদেশে এসে কাজ শুরুর আগেই আক্রান্ত হলেন করোনায়। করোনা পজিটিভ রিপোর্ট এসেছে সিডন্সের।
শনিবার (১২ ফেব্রুয়ারি) আরটি-পিসিআর রিপোর্টে দেখা গেলো তার পজিটিভ। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে এ খবর।
এর আগে, সপ্তাহখানেক আগে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করতে ঢাকায় এসেছেন সিডন্স। গত বুধবার অ্যাশওয়েল প্রিন্স পদত্যাগ করার একদিন পর ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় তাকে।
আরসি-০৪