আমাজন বন উজাড়ে নতুন রেকর্ড

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৩, ২০২২
০৬:২২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২২
০৬:২২ পূর্বাহ্ন



আমাজন বন উজাড়ে নতুন রেকর্ড

আমাজন বনের ব্রাজিল অংশে গত জানুয়ারি মাসে গাছ কাটার নতুন রেকর্ড হয়েছে। এক বছর আগের তুলনায় সেখানে বন উজাড় বেড়েছে কয়েক গুণ।

ব্রাজিলের সরকারি মহাকাশ সংস্থার উপগ্রহ থেকে তোলা চিত্রের ভিত্তিতে পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজনের বন উজাড় নিয়ে এ তথ্য পাওয়া গেল।

দেখা গেছে, ২০২১ সালের জানুয়ারির তুলনায় গত মাসে আমাজনে পাঁচ গুণ বেশি গাছ কাটা হয়েছে।

গত জানুয়ারিতে আমাজন হারিয়েছে মোট ৪৩০ বর্গকিলোমিটার বনের আচ্ছাদন। আমাজনের ব্রাজিল অংশের বন উজাড় ত্বরান্বিত হওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে দায়ী করেন পরিবেশবাদীরা।

আরসি-০৮