খেলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২২
১২:০৫ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২২
১২:০৫ অপরাহ্ন
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এখন বাংলাদেশে অবস্থান করছে আফগানিস্তান দল। আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে অভ্যন্তরীন এক ফ্লাইটে ঢাকা থেকে সিলেট পৌঁছেছে আফগানিস্তান দল। তবে দলের সঙ্গে আসেননি মোহাম্মদ নবী ও রশিদ খান।
কন্ডিশনিং ক্যাম্প চলাকালীন সেখানেই অবস্থান করবে আফগানরা। আজ বিশ্রাম নিয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে অনুশীলন শুরু করবে সফরকারীরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন শুরু হবে সকাল ১১টায়। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই কন্ডিশনিং ক্যাম্প করার কথা আফগানিস্তান দলের। এরপরই দলটি সিরিজ খেলতে উড়াল দেবে চট্টগ্রামে।
তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার। দুই দলের মাঠের লড়াই শুরু ২৩ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে দিয়ে। ২৩, ২৫ ও ২৭ ফেব্রুয়ারি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২ ও ৪ মার্চ অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি।
ওয়ানডে সিরিজটি আয়োজিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি সিরিজ আয়োজিত হবে মিরপুরের শের-ই বাংলা হোম অব ক্রিকেটে। যদিও সেটি আয়োজিত হবার কথা ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেটি।
আরসি-১৮