সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২২
০৬:৪৫ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২২
০৬:৪৫ অপরাহ্ন
ঘূর্ণিঝড়ের তিউনিসের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে যুক্তরাজ্য। ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে প্রবল হাওয়ার তোড়ে বাড়ির ছাদ উড়ে গেছে, ভেঙ্গে গেছে গাড়ি, উপড়ে পড়েছে গাছ। এ পর্যন্ত ঝড়ে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গতকাল স্থানীয় সময় শুক্রবার লিভারপুলে ঝড়ের তাণ্ডবে গাড়ি উল্টে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। আয়ারল্যান্ডে গাছ ভেঙে পড়ে ৬০ বছর বয়সী এক বৃদ্ধা মারা যান।
ঝড়ের কারণে লন্ডনের ও-টু অ্যারেনা স্টেডিয়ামের ছাদ উড়ে গেছে। একের পর এক বাড়ি তছনছ হয়ে গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঝড়ের কবলে পড়ার বেশ কিছু ভিডিও। এক ভিডিওতে দেখা যায়, ঝড়ের কারণে মহাসড়কে উল্টে পড়ছে মানুষ।
আরেক ভিডিওতে দেখা যায়, ঝড়ের কারণে ভবনের ছাড় উড়ে যাচ্ছে। ঝড়ের দাপটে বহু এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
ঝড়ের কারণে বিমানবন্দরগুলোতে বিমান পরিবহনের সিডিউল বাতিল করা হয়েছে। এক ভিডিওতে দেখা যায়, বিমান অবতরণের সময় ঝড়ের কবলে পড়েছে। শেষ পর্যন্ত কোনো দুর্ঘটনা ছাড়াই এটি অবতরণে সক্ষম হয়েছে।
আরসি-১৫