সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২২
০৪:২১ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২২
০৪:২১ অপরাহ্ন
পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন থেকে আসা সামরিক হুমকি থেকে বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য তিনি এ ঘোষণা দিয়েছেন বলে দাবি করছেন।
বিবিসির প্রতিবেদক জানান, বৃহস্পতিবার ভোর পাঁচটার কিছু পরেই ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। চার-পাঁচটি বিষ্ফোরণের শব্দ হয়।
বিছিন্ন এবং দূর থেকে আসা। পরপরই কয়েকটি। সবচেয়ে সাম্প্রতিকটি ছিল কাছাকাছি। তবে এখনও শহরের কেন্দ্রে নয়।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে হামলা হয়ে থাকতে পারে। বিদেশি সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করা একজন সরকারি কর্মকর্তা বলেছেন, বিমানঘাঁটি ও সামরিক সদর দপ্তরে হামলা চালানো হয়েছে।
রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর কাছাকাছি ক্রামতোর্স্কের মতো পূর্বের শহরগুলোসহ ইউক্রেনজুড়ে অন্যান্য রিপোর্ট আসছে। ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক বক্তৃতার কিছুক্ষণ পরই এসব শুরু হয়। এটি রাশিয়ার দীর্ঘ প্রতীক্ষিত আক্রমণের সূচনা বলেই মনে হচ্ছে।
এর আগে সিএনএন এর সরাসরি সম্প্রচারে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। দেখা যায়, সিএনএন এর সাংবাদিক ক্যামেরার সামনেই সুরক্ষা জ্যাকেট পরে নিচ্ছেন।
সূত্র: বিবিসি।