সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২২
০৪:৩৬ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২২
০৪:৩৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাষায় রুশ সেনাবাহিনীর ‘প্ররোচনা ছাড়া', 'অন্যায্য’ হামলার প্রতিক্রিয়া বলেছেন যে এই যুদ্ধে হওয়া ‘মৃত্যু ও ধ্বংসযজ্ঞের জন্য রাশিয়া একা দায়ী।'
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন একটি পূর্ব পরিকল্পিত যুদ্ধ শুরু করেছেন, যার কারনে বহু প্রাণহানি এবং মানুষের জীবনের ক্ষতি হবে। এই আক্রমণের ফলে যে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ হবে তার জন্য রাশিয়া একাই দায়ী।'
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো একত্রিত হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। বিশ্ব রাশিয়াকে দায়ী করবে।’
আরসি-০৪