সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২২
০২:৩৯ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২২
০২:৩৯ পূর্বাহ্ন
ফেদর স্মোলোভের কথা মনে পড়ে? ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা স্বাগতিক রাশিয়ার হয়ে যে কয়জন ফুটবলার আলো ছড়িয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন এই স্ট্রাইকার। দ্বিতীয় রাউন্ডে রাশিয়া যে স্পেনকে হারিয়ে দিল, সে ম্যাচে পেনাল্টি শুটআউটে একটা গোল করেছিলেন তিনি। কিন্তু পরের রাউন্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে শুটআউটে তাঁর পেনাল্টি আটকে দেন ক্রোয়েশিয়ার গোলকিপার দানিয়েল সুবাসিচ।
বিশ্বকাপে নজর কাড়ার পাশাপাশি তৎকালীন ক্লাব ক্রাসনোদারের হয়ে নিয়মিত গোল করা স্মোলোভের প্রতি ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও উলভারহ্যাম্পটন ছাড়াও আগ্রহী হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদের মতো ক্লাব। আলোচিত লাইফস্টাইলের কারণে রাশিয়ার ডেভিড বেকহ্যামও বলা হয় তাঁকে। ইউক্রেন সংকটে এবার সেই স্মোলোভই নিজের দেশ ছেড়ে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন ইউক্রেনের দিকে।
ইউক্রেনের ওপর নিজ দেশ রাশিয়ার সামরিক আগ্রাসন মানতে পারছেন না এই স্ট্রাইকার। স্মোলোভই প্রথম নামকরা কোনো রাশিয়ান ক্রীড়া তারকা, যিনি নিজ দেশের সিদ্ধান্তের বিরুদ্ধে খোলাখুলিভাবে সরব হলেন।
কোচ সান্তিয়াগো সোলারির সময় রিয়াল মাদ্রিদের নজরে আসা এই স্ট্রাইকার ইনস্টাগ্রামে ইউক্রেনকে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘যুদ্ধ নয়।’
অল্প শব্দেই বুঝিয়ে দিয়েছেন নিজের অবস্থান। ক্যাপশনের পাশাপাশি কালো বর্ণের ভগ্ন হৃদয়ের একটা ইমোজি ও ইউক্রেনের পতাকার স্টিকারও পোস্ট করেছেন তিনি। বুঝতে সমস্যা হওয়ার কথা নয়, রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনকে সমর্থন করছেন না তিনি। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমে রাশিয়ান প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন স্মোলোভ।
রিয়াল মাদ্রিদের হয়ে পরে খেলা না হলেও স্মোলোভ স্প্যানিশ ফুটবলের স্বাদ পেয়েছেন এক মৌসুম সেল্তা ভিগোর হয়ে খেলার মাধ্যমে। এখন খেলছেন দিনামো মস্কোর হয়ে।
সম্প্রতি রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে সেখানে সেনা পাঠানোর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একতরফা এ ঘোষণায় সংকট যখন আরও ঘনীভূত হয়েছে, তখনই দেশটিতে হামলা শুরু করেছেন পুতিন। রাশিয়ার হামলার মুখে জরুরি অবস্থা ও কারফিউ জারি করেছে ইউক্রেন।
আরসি-১৬