সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২২
০২:০৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২২
০২:০৮ পূর্বাহ্ন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, তার দেশ রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে জয়ী হবে।
সরকারি বাহিনী এখনও কিয়েভ এবং শহরের চারপাশের গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ন্ত্রণ করছে বলে উল্লেখ করেছেন তিনি।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি বলেন, 'যারা মিথ্যা বলছে বা আপনাদের সঙ্গে মিথ্যা বলার চেষ্টা করছে বা আমাদের সঙ্গে মিথ্যা বলছে, দয়া করে তাদের থামান। আমাদের এই যুদ্ধ বন্ধ করতে হবে। আমরা সারা বিশ্বে মানুষ হিসেবে একসঙ্গে শান্তিতে বসবাস করতে পারি।'
তিনি আরও বলেন,'আমাদের সামরিক বাহিনী, আমাদের ন্যাশনাল গার্ড, আমাদের পুলিশ, আমাদের অঞ্চল প্রতিরক্ষা বাহিনী, বিশেষ পরিষেবা ও ইউক্রেনের নাগরিকরা অনুগ্রহ করে লড়াই চালিয়ে যান। আমরা জিতব।'
'আমরা সফলভাবে শত্রুদের আক্রমণ প্রতিহত করছি। আমরা জানি, আমরা আমাদের ভূমি এবং আমাদের সন্তানদের ভবিষ্যত রক্ষা করছি। কিয়েভ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে', যোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
আরসি-১৭