সিলেট মিরর ডেস্ক
মার্চ ০১, ২০২২
০৪:৪২ অপরাহ্ন
আপডেট : মার্চ ০১, ২০২২
০৪:৪২ অপরাহ্ন
রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযানের মধ্যে কামানের গোলা দিয়ে চালানো হামলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ওখতিরকা শহরে গত রোববার ভয়াবহ ওই হামলা চালায় রুশ সামরিক বাহিনী।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সুমি অঞ্চলের রাষ্ট্রীয় প্রশাসনের প্রধান দিমিত্র ঝিভিতস্কি বলেছেন, রুশ হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়েছে। উদ্ধারকারী এবং স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারে কাজ করছেন।
ঝিভিতস্কি টেলিগ্রামে এক পোস্ট লিখেছেন, বহু মানুষ মারা গেছে।
বর্তমানে মৃত অন্তত ৭০ জন ইউক্রেনীয় সেনার শেষকৃত্যের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরো বলেছেন, শত্রুপক্ষও প্রাপ্য ফল ভোগ করেছে। শহরে অসংখ্য রুশ
সৈন্যের মরদেহ পড়ে আছে। বর্তমানে তাদের মরদেহগুলো রেড ক্রসকে হস্তান্তর করা
হচ্ছে। যদিও তাঁর সেই দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: বিবিসি।
আরএম-০১