নিজস্ব প্রতিবেদক
মার্চ ০৯, ২০২২
০৪:০৫ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৯, ২০২২
০৪:৪৪ অপরাহ্ন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সভাপতি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি সিলেট আসছেন আজ। সাংগঠনিক সফরে আগামী তিন দিন তিনি বিভাগের চার জেলা সফর করবেন।
জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা কমিটির সভাপতি লোকমান আহমেদ সিলেট মিররকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সিলেটে সাংগঠনিক সফরের আজ বৃহস্পতিবার প্রথম দিনে মৌলভীবাজারে কর্মী সমাবেশ করবেন হাসানুল হক ইনু। মৌলভীবাজার জেলা পরিষদ মিলনায়তনে বিকেল ৪টায় সমাবেশেটি অনুষ্ঠিত হবে।
পরদিন শুক্রবার সকাল ১১ টায় সুনামগঞ্জের সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। শহীদ জগৎজ্যোতি দাশ গণগ্রন্থাগার মিলনায়তনে হবে এই সমাবেশ। ঐদিন বিকেল ৩টায় শহরের জুবিলী স্কুল মাঠে সদ্য প্রয়াত পীর হাবিবুর রহমান স্মরণে নাগরিক শোকসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
তৃতীয় দিন সকাল ১১ টায় সিলেট নগরের শহীদ সুলেমান হলে অগ্নিঝরা মার্চ স্মরণে আলোচনা সভায় যোগ দেবেন তিনি। ঐদিন বিকেল ৪টায় হবিগঞ্জ পৌরসভা মিলনায়তনে কর্মী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।
আরসি-০১