সরকার হটাতে বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১০, ২০২২
০৮:৩৫ অপরাহ্ন


আপডেট : মার্চ ১০, ২০২২
০৮:৩৫ অপরাহ্ন



সরকার হটাতে বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে
আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকার হটাতে গণতন্ত্রের পক্ষের শক্তির ‘বৃহত্তর ঐক্য’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ‘উত্তাল মার্চ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের পর আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, পাকিস্তানি হানাদারবাহিনীর বর্তমান সরকারের পার্থক্য কোথায়? পাকিস্তানিরাও এই রাষ্ট্রের মানুষকে হত্যা করেছে। আওয়ামী লীগ সরকারও হত্যা করেছে, গুম করেছে।

জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, যত বড় দল হোক কোন স্বৈরাচারকে এককভাবে পরিবর্তন করা যায় না। আন্দোলনকারী শক্তি নিয়ে এই জাতীয় সরকার করতে হবে। জাতীয় সরকারের রূপরেখা, মেয়াদ এবং করণীয় সব কিছু ঠিক হবে ঐক্যমতের ভিত্তিতে। কোনো একক ব্যক্তি বা দল নির্ধারণ করবে না।

কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুস সালামের পরিচালনায় আলোচনা সভায় সাবেক ছাত্র নেতা অধ্যাপক মাহবুব উল্লাহ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির কেন্দ্রীয় নেতা শাহজাহান ওমর প্রমুখ বক্তব্য রাখেন।

আরসি-১৩