সিলেটে বাম জোটের নতুন সমন্বয়ক সিপিবির খায়রুল

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৪, ২০২২
১১:২৫ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৪, ২০২২
১১:২৬ অপরাহ্ন



সিলেটে বাম জোটের নতুন সমন্বয়ক সিপিবির খায়রুল

বামজোটের নতুন সমন্বয়ক সিপিবির খায়রুল হাছান

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নতুন সমন্বয়ক হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান। আগামী তিন মাস বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

আজ সোমবার (১৪ মার্চ) রাতে নগরের জিন্দাবাজারস্থ বাসদের (মাকর্সবাদী) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট সিলেটের পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, ওয়ার্কার্স পার্টি (মাকর্সবাদী) সিলেট জেলার সভাপতি সিরাজ আহমদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড উজ্জল রায়, বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলার সাধারণ সম্পাদক হরিধন দাস, বাসদ জেলা সদস্য অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নেতা মুখলেছুর রহমান প্রমুখ।

সভায়, সিপিবির জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান আগামী মার্চ-জুন এই তিন মাস বাম গণতান্ত্রিক জোট সিলেটের সমন্বয়ক হিসেবে নির্বাচিত হন।

সভায় আরও জানানো হয়, দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকে হরতাল সফল করতে আগামী ২০ মার্চ থেকে সিলেটে গণসংযোগ, পথ সভা, মিছিল, মশাল মিছিল করবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা।


এনএইচ/এএফ-০২