সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২২, ২০২২
০৯:৪৫ অপরাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২২
০৯:৪৫ অপরাহ্ন



সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হরতালের সমর্থনে প্রচারণাকালে প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ।

আজ মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৫টায় নগরের সিটি পয়েন্ট এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সহসভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিকের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, ছাত্র ইউনিয়ন জেলার সহসভাপতি ও এমসি কলেজ সংসদের সভাপতি পংকজ চক্রবর্তী জয়, জেলার কোষাধ্যক্ষ সন্দীপ দাস, দক্ষিণ সুরমা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিজু আহমেদ, ছাত্রনেতা আরমান হোসেন মুন্না প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের হরতালের পক্ষে মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রচারণাকালে প্রগতিশীল ছাত্র জোট নেতৃবৃন্দের ওপর হামলা করে ছাত্রলীগ। এতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্ল্যাহসহ অনেকেই আহত হন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

বক্তারা আরও বলেন, ‘সারাদেশের বিভিন্ন স্থানে বাম নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে ছাত্রলীগ। সরকার একদিকে মানুষের খাদ্যের নিশ্চয়তা নিশ্চিত করতে পারছে না। অন্যদিকে আন্দোলন সংগ্রামে সন্ত্রাস লেলিয়ে দিচ্ছে। মানুষের মুখের ভাষাকে রুখতে চেষ্টা করছে। তবে আমরা বলতে চাই, আগামী ২৮ মার্চের হরতাল সফলের মাধ্যমে মানুষ সব অগণতান্ত্রিকতার জবাব মধ্যে দিবে।’


এএফ/০২