ইফতারে খেতে পারেন চিড়ার ডেজার্ট

লাইফস্টাইল ডেস্ক


এপ্রিল ০১, ২০২২
০৫:৩৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২২
০৫:৩৭ অপরাহ্ন



ইফতারে খেতে পারেন চিড়ার ডেজার্ট

সামনে আসছে রমজান। রোজায় সেহরি ও ইফতারের খাবার যেন স্বাস্থ্যকর হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ইফতারে ভাজাপোড়া খাবার বাদ দিয়ে খেতে হবে পেট ঠান্ডা রাখে এমন খাবার। এক্ষেত্রে স্বাস্থ্যকর একটি পদ হতে পারে চিড়ার ডেজার্ট। চিড়া দিয়ে যেকোনো খাবারই খুব দ্রুত তৈরি করা যায়। আজ চলুন জেনে নেওয়া যাক চিড়ার ডেজার্ট তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

চিড়া- ৩০০ গ্রাম, দুধ- ১ লিটার ,চিনি- ৪ টেবিল চামচ ।আপেল- ২টি। কলা- ২টি। খেজুর- ৭-৮টি। কিশমিশ- পরিবেশনের জন্য। কাজু বাদাম- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

চিড়া ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন আধা ঘণ্টার জন্য। এরপর পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে দুধ নিয়ে সামান্য চিনি মিশিয়ে জ্বাল দিন। নামিয়ে ঠান্ডা করে রাখুন। এবার কলা ও আপেল টুকরা করে কেটে নিন। এবার পানি ঝরিয়ে নেওয়া চিড়ার মধ্যে ঠান্ডা দুধ দিয়ে দিন। এর উপরে কলা আর আপেলের টুকরা দিন। এরপর তার উপরে খেজুরের টুকরা, কিশমিশ, বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

বি এন-০৭