ক্রীড়া প্রতিবেদক
এপ্রিল ২৫, ২০২২
০১:৫৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৫, ২০২২
০১:৫৪ অপরাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালক (অনূর্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালিকা (অর্নূধ-১৭) টুর্নামেন্ট আগামী ৮ মে সিলেট থেকে শুরু হচ্ছে।
সিলেট জেলা স্টেডিয়ামে ওই দিন টুর্নামেন্টের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। এ উপলক্ষে আয়োজিত কনসার্টে আসবে ব্যান্ড চিরকুট। এছাড়া থাকছে স্থানীয় জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা।
রবিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে টুর্নামেন্ট সংক্রান্ত সিলেট জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব তথ্য জানানো হয়। সভায় উদ্বোধন অনুষ্ঠানসহ টুর্নামেন্টের সিলেট পর্ব বর্ণিল ও দর্শক উপস্থিতিতে জমজমাট করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালক (অনূর্ধ ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালিকা (অর্নূধ ১৭) টুর্নামেন্টের বিগত আসরগুলোতে সিলেট জেলার কৃতিত্ব দেখানোর পরিপ্রেক্ষিতে এবার সিলেটে উদ্বোধনী পর্ব হচ্ছে।
এএন/০২