সিলেট মিরর ডেস্ক
মে ৩১, ২০২২
১১:১৩ অপরাহ্ন
আপডেট : জুন ০১, ২০২২
০১:২৭ পূর্বাহ্ন
সিলেটের জালালাবাদ থানার মইয়ারচর গ্রামে নাজমিন আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মে) বিকেলে নিজ ঘরের বাথরুমে ওড়না পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মৃত নাজমিন মইয়ারচর গ্রামের নাইম উদ্দিনের স্ত্রী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে বাথরুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আরএম-০৭