সাকিবই টেস্ট অধিনায়ক, সহ-অধিনায়ক লিটন

খেলা ডেস্ক


জুন ০২, ২০২২
০৭:০৩ অপরাহ্ন


আপডেট : জুন ০২, ২০২২
০৭:০৩ অপরাহ্ন



সাকিবই টেস্ট অধিনায়ক, সহ-অধিনায়ক লিটন

বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা শেষে টেস্ট দলের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়েছে।

সাকিবের ডেপুটি হিসেবে রাখা হয়েছে লিটন কুমার দাসকে। এর আগে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর টেস্টের অধিনায়ত্ব ছাড়েন মমিনুল হক।

সাকিবকে টেস্ট দলের নেতৃত্ব দেওয়ায় টাইগারদের তিন ফর‌ম্যাটে তিন অধিনায়কই থাকলো। টি-টোয়েন্টি দলের নেতৃত্বে মাহমুদুউল্লাহ রিয়াদ, ওয়ানডেতে তামিম ইকবাল আর টেস্টে সাকিব আল হাসান।

টেস্ট অধিনায়কত্ব সাকিবের নতুন কিছু নয়।  আইসিসির বহিষ্কারাদেশের কারণে ২০১৯ সালের অক্টোবরে সাকিবের পরিবর্তে মুমিনুলকে টেস্ট দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল।

এর আগে দুই মেয়াদে ১৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। ১৪ ম্যাচের তিনটিতে বাংলাদেশ জিতলেও হেরেছিল ১১টিতে। ক্যারিবীয় সফরে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে ফের যাত্রা শুরু হবে সাকিবের।

আরএম-০১