অবিলম্বে বন্যার্তদের পুনর্বাসন করার দাবি বিএনপির

সিলেট মিরর ডেস্ক


জুন ০৫, ২০২২
১২:১৬ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২২
১২:১৬ পূর্বাহ্ন



অবিলম্বে বন্যার্তদের পুনর্বাসন করার দাবি বিএনপির

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে দেখার আজ কেউ নেই। মানুষ আজ দিশাহারা। অবিলম্বে বন্যার্তদের পুনর্বাসন করতে হবে।’ 

গতকাল শনিবার বিয়ানীবাজার উপজেলায় কুঁড়ারবাজার ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘যখন বন্যা শুরু হয়েছিল তখনও সরকার জনগনের পাশে দাঁড়ায়নি, এখন বন্যা পুনর্বাসনেও কোনো কাজ করছে না। আমরা জেলা বিএনপি সরকারের কাছে দাবি জানিয়ে ছিলাম বন্যা পরবর্তী ছয় মাস ক্ষতিগ্রস্ত মানুষকে যাতে আহারের নিশ্চয়তা বিধান করে। কিন্তু বাস্তবে তার কোনো লক্ষন দেখছি না। আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান।’

কুঁড়ার বাজার ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলী আহমদের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি নেতা ইসতিয়াক সিদ্দিকি, রুমেল আহমদ, কোহিনুর আহমদ, সরোয়ার আহমদ, লোকমান আহমদ, রফিকুল ইসলাম শাহপরান।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘দেশ ও জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে এসেছেন। দেশের গণতন্ত্র রক্ষায় জীবনের এই পড়ন্ত বিকেলে জেল খাটছেন। এতো নির্যাতন-নিপিড়নের পরও তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র সমার্থক।’[

সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে যখন সিলেটের মানুষ দিশেহারা ছিল তখন সরকার এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ ত্রাণের নামে ফটো সেশনে ব্যস্ত ছিলেন। বন্যা পরবর্তী সময়েও তাদের কার্যকর কোনো ভূমিকা নেই। কিন্তু বিএনপি প্রথম থেকেই মানুষের পাশের ছিল। কারণ বিএনপি গণমানুষের রাজনীতি করে।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জুবায়ের আহমদ, কুঁড়ার বাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, কুঁড়ার বাজার ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুমিন, কুঁড়ার বাজার ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক নিজাম আলী ভূইয়া প্রমুখ।