জৈন্তাপুরে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ জাল জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি


জুন ০৫, ২০২২
০৩:৪৭ অপরাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২২
০৭:২৪ অপরাহ্ন



জৈন্তাপুরে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ জাল জব্দ

অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওর এলাকায় মোবাইল কোর্ট  অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। 

রবিবার (৫ জুন) বিকেল সাড়ে ৩টায় দরবস্ত বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামণি দেবী। অভিযানকালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মাসুদ রানা ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যবৃন্দ ৷

এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবৈধ জাল ক্রয়-বিক্রয় ঠেকাতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। 

প্রসঙ্গত, খাল-বিল এবং হাওরে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করার নিমিত্তে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ অনুযায়ী কারেন্ট জাল তৈরী, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। 

আরএস-০১/আরএম-০৩