সিলেট মিরর ডেস্ক
জুন ০৫, ২০২২
০১:৪৪ অপরাহ্ন
আপডেট : জুন ০৫, ২০২২
০১:৪৪ অপরাহ্ন
সিলেট নগরের ২৯ নম্বর ওয়ার্ডের বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
আজ রবিবার দক্ষিণ সুরমার লাউয়াইয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসরুর রাসেল, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক মিজানুর রহমান।
এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জেলার সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রদলের সহ-স্কুল বিষয়ক সম্পাদক মো. জুবেল আহমদ, তোফায়েল আহমদ, সাকি কাওসার, রমিজ আহমদ, সুন্দর আলী প্রমুখ।
এএফ/০৫