গোলাপগঞ্জের লক্ষণাবন্দে এলিমের প্রচারে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ০৭, ২০২২
০৫:৫৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৭, ২০২২
০৫:৫৬ পূর্বাহ্ন



গোলাপগঞ্জের লক্ষণাবন্দে এলিমের প্রচারে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানপদে উপনির্বাচনে নৌকার প্রার্থী মনজুর কাদির শাফি এলিমের সমর্থনে উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী সহ জেলার নেতৃবৃন্দ।

সোমবার (৬ জুন) দিনব্যাপী  লক্ষনাবন্দ ইউনিয়নে নির্বাচনী প্রচার শেষে রাত ৮টায় ইউনিয়নের চৌধুরী বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রার্থী মঞ্জুর কাদির শাফি এলিম। শেখ হাসিনা যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থী হিসেবে এলিমকে নৌকা দিয়েছেন।’

১৫ জুনের নির্বাচনে স্বাধীনতার প্রতীক, শেখ হাসিনার প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘নৌকার প্রার্থী এলিম একজন সৎ, যোগ্য ও জনদরদী মানুষ।  তিনি নির্বাচিত হলে গোলাপগঞ্জে শেখ হাসিনার উন্নয়ন আরো তরান্বিত হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।’

প্রধান বক্তার বক্তব্যে রাখেন  জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক।

নৌকার প্রার্থী মনজুর কাদির শাফি এলিম বলেন, ‘আমি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলে আপনাদের নিয়েই আমি গোলাপগঞ্জবাসীর উন্নয়ন করব। সততার সাথে দায়িত্ব করে যাব। জাতি ধর্ম নির্বিশেষ সবার চেয়ারম্যান হবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং গোলাপগঞ্জবাসীর সার্বিক উন্নয়নে আগামী ১৫ই জুন নৌকা মার্কাকে বিজয়ী করুন।’

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশে সম্পাদক মোস্তাক আহমেদ পলাশ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রুকন উদ্দিন,  যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ,  সদস্য কারি তোফায়েল আহমেদ জিলু, শফি আহমদ চৌধুরী, জাফরান জামিল, লক্ষনাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, ধর্ম সম্পাদক ইব্রাহিম আলী প্রমুখ।  

৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবুল আহমদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবেল আহমদ এর পরিচালনায় সভায় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।


এএফ/০১