পারাবত এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিলেট মিরর ডেস্ক


জুন ১১, ২০২২
০৬:৪১ অপরাহ্ন


আপডেট : জুন ১১, ২০২২
০৬:৪১ অপরাহ্ন



পারাবত এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুন) দুপুর একটার দিকে উপজেলার শমসেরনগর বিমানবন্দর এলাকার পতনউষার বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আগুন নেভানোর জন্য কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছে কমলগঞ্জ ফায়ার সার্ভিস অফিস।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মৌলভীবাজার ও শ্রীমঙ্গল থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানা গেছে।

এখন পর্যন্ত কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরএম-০৬