৪ ঘণ্টা পর স্বাভাবিক হল সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল

সিলেট মিরর ডেস্ক


জুন ১১, ২০২২
১১:৫৮ অপরাহ্ন


আপডেট : জুন ১২, ২০২২
১২:০৩ পূর্বাহ্ন



৪ ঘণ্টা পর স্বাভাবিক হল সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল

৪ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ট্রেনটি সিলেট অভিমুখে যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শনিবার (১১ জুন) দুপুর ১টায় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিমানবন্দর সংলগ্ন এলাকায় পৌছালে পাওয়ার কারে আগুন লাগে। মুহূর্তেই আগুন চলন্ত ট্রেনটির একাধিক বগিতে ছড়িয়ে পড়লে যাত্রী অনেকেই প্রানে বাঁচতে লাফ দেন।

পরে খবর পেয়ে আধাঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনও আগুন নেভানোর চেষ্টা চালান। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, পারাবত এক্সপ্রেস ট্রেনে লাগা আগুনের ঘটনা তদন্ত করতে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হককে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

আরএম-০৬