বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকী খান আর নেই

সিলেট মিরর ডেস্ক


জুন ১২, ২০২২
০২:৫৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ১২, ২০২২
০৩:১১ পূর্বাহ্ন



বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকী খান আর নেই

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকী খান আর নেই। শনিবার সন্ধ্যায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বিশ্বনাথ পৌর এলাকার জাহারগাও গ্রামের বাসিন্দা পংকি খান বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। স্ত্রী, মেয়ে ও ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

এদিকে, তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তাঁর জানাজা নামাজ আগামীকাল রোববার দুপুর আড়াইটায় বিশ্বনাথ আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।


আরএম-০৯