সিলেট মিরর ডেস্ক
জুন ১২, ২০২২
০৮:৪১ অপরাহ্ন
আপডেট : জুন ১২, ২০২২
০৮:৪১ অপরাহ্ন
স্বনামধন্য অ্যাডভার্টাইজিং এজেন্সী ব্র্যান্ডসল্যান্সার করপোরেট চুক্তি সম্পাদন করেছে ইনোভেশন থ্রী সিক্সটি ডিগ্রীর সঙ্গে। এই চুক্তির মাধ্যমে ব্র্যান্ডসল্যান্সার এর আউটডোর মার্কেটিং পথচলায় সহযোগী হিসেবে কাজ করবে ইনোভেশন থ্রী সিক্সটি ডিগ্রী।
আজ রবিবার (১২ জুন) বিকেলে ব্র্যান্ডসল্যান্সার সিলেট কার্যালয়ে করপোরেট চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যান্ডসল্যান্সারের ডিরেক্টর ও হেড অফ ডিজাইন মিনহাজ মাহফুজ, ক্লায়েন্ট রিলেশনশীপ কর্মকর্তা আদনান আনোয়ার এবং অফিস ম্যানেজার আশরাফ সিদ্দিকী।
তাছাড়া, উপস্থিত ছিলেন ইনোভেশন থ্রী সিক্সটি ডিগ্রীর কর্ণধার ইফতেখার হোসেন চৌধুরী ইরাদ এবং ডিরেক্টর তানভীর হোসাইন নাঈম।
উল্লেখ্য, ব্র্যান্ডসল্যান্সার দীর্ঘ তিন বছর ধরে দেশ- বিদেশের বিভিন্ন দেশ যেমন, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কাতারসহ আরো অনেক দেশে মার্কেটিং এজেন্সী হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সম্প্রতি ব্র্যান্ডসল্যান্সার আউটডোর মার্কেটিংয়েও সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।
ইনোভেশন থ্রী সিক্সটি ডিগ্রী বাংলাদেশের স্বনামধন্য অ্যাডভার্টাইজিং এজেন্সী। যারা কিনা অনেক দক্ষতা ও সুনামের সাথে সিলেটে আউটডোর মার্কেটিং এর কাজ করে আসছে।
এএফ/০৪