সিলেট মিরর ডেস্ক
জুন ১২, ২০২২
০৯:৫২ অপরাহ্ন
আপডেট : জুন ১২, ২০২২
১০:০৯ অপরাহ্ন
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান আহমেদের (৩৫) মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের উপ-পরিদর্শক (এস আই) হাসান উদ্দিনের ছয় মাসের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (১২ জুন) তার জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
২০২০ সালের ১০ অক্টোবর দিবাগত রাতে রায়হানকে ধরে নিয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতন করা হয়। নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়লে পরদিন সকালে রায়হানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।
নিহত রায়হান সিলেট নগরের আখালিয়া নেহারিপাড়া এলাকার বাসিন্দা।
আরএম-০৫