গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ১৩, ২০২২
০৩:২৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২২
০৩:২৯ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর সাফি চৌধুরী এলিমের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ রবিবার (১২ জুন) রাত ৮টায় বারকোট ওয়ার্ড আওয়ামী লীগের উদ্দ্যোগে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট এলাকায় এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সলমান আহমদ চৌধুরীর সভাপতিত্বেে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনজুর শাফি চৌধুরী এলিম ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, সহ-দফতর সম্পাদক হোসেন, ঢাকাদক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ রোশন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ।
এ সময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবীদ ছয়েফ আহমদ চৌধুরী, দত্তরাইল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বারকোট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজ আহমেদ, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, আওয়ামী লীগ নেতা কালাম আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী প্রমুখ।
এফএমএ-০১/এএফ-০৭