ওসমানীনগরে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি


জুন ১৩, ২০২২
০৩:৩৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২২
০৩:৩৮ পূর্বাহ্ন



ওসমানীনগরে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

সিলেটের ওসমানীনগর উপজেলায় গলায় ফাঁস দিয়ে প্রান্ত দেব (১৭) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সে উপজেলার গোয়ালাবাজার গয়নাঘাট এলাকার প্রদীপ দেবের ছেলে ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। 

আজ রবিবার (১২ জুন) সন্ধ্যায় নিহতের বসতঘর থেকে তার ঝুলন্ত লাশ  উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, বাসায় কেউ না থাকা অবস্থায় রবিবার দুপুরের কোনো এক সময়ে প্রান্ত রান্না ঘরের উপরের চালার পালার সঙ্গে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বিকেলে বাসার অন্যরা বাড়ি এসে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের ফাঁক দিয়ে প্রান্তের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে  সন্ধ্যায় পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন বলেন, খবর পেয়ে সুরতহাল রিপোর্ট শেষে প্রান্তের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এএফ/০৮