সিলেটসহ তিন বিভাগে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

সিলেট মিরর ডেস্ক


জুন ১৩, ২০২২
০৪:৪২ অপরাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২২
০৪:৪২ অপরাহ্ন



সিলেটসহ তিন বিভাগে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চল এখন প্রায় বৃষ্টিহীন। রাজশাহী ও খুলনা বিভাগের ৪ জেলায় মৃদু তাপপ্রবাহ দেখা দেওয়ায় রীতিমতো অস্বস্তিতে পড়েছেন এসব অঞ্চলের মানুষ। গত কয়েকদিন ধরে ঢাকাও বৃষ্টিহীন। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস না পেরোলেও ভ্যাপসা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে নগরজীবন।

তবে আগামী ৩ দিনের মধ্যে দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে সবচেয়ে বেশি ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ মো. লতিফুল নেওয়াজ কবির জানান, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

আরএম-০১