সিলেট মিরর ডেস্ক
জুন ১৩, ২০২২
০৪:৫৮ অপরাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২২
০৯:০২ অপরাহ্ন
২৫জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর। দেশের সকল মানুষকে এই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার করতে এই দিনে সরকারিভাবে সারাদেশে আয়োজন করা হচ্ছে বর্ণাঢ্য অনুষ্ঠান।
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে সিলেট জেলা প্রশাসন।
রবিবার দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। আলোচনায় অংশ নেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, মহানগর পুলিশের উপ কমিশনার মো. আজবাহার আলী শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ প্রমূখ।
সভায় মন্ত্রী পরিষদের নির্দেশনা অনুসারে সার্বিক প্রস্তুতি নিয়ে প্রাথমিক আলোচনা হয় এবং আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আরএম-০২