সিলেট মিরর ডেস্ক
জুন ১৩, ২০২২
০৫:২২ অপরাহ্ন
আপডেট : জুন ১৪, ২০২২
০৩:১৫ পূর্বাহ্ন
অনলাইন সুইসাইডাল গেম ব্লু হোয়েল খেলে সিলেটের বিয়ানীবাজারে এক স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ওই কিশোরের নাম আহমদ আল আবী (১৩)। সে বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামের নোমান আহমদের ছেলে।
জানা যায়, পরিবারের সবাই আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে আবী বাসায় একা ছিল। রাতে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের প্রধান ফটক ভেতর থেকে তালাবদ্ধ পান। ডাকাডাকি করেও ভেতর থেকে সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আবী’র ঝুলন্ত লাশ উদ্ধার করে। এসময় রুমের ভেতর থেকে তার একটি ট্যাব জব্দ করা হয়।
মৃত্যুর আগে সে নিজের ট্যাবে ‘ব্লু হোয়েল গেম’ খেলছিল। পুলিশ ও স্থানীয়দের ধারণা স্কুলছাত্র ওই কিশোর গেম খেলে আত্মহননের পথ বেছে নিয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি ষ্পষ্ট। তবে কি কারণে সে আত্মহনন করেছে সেটি ময়না তদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে জানা যাবে। তিনি বলেন, ওই স্কুল ছাত্রের পরণে ছিল তার বড় বোনের পায়জামা, কামিজ ও ওড়না। আর লাশটি ঝুলন্ত অবস্থায় ওড়না দিয়ে মুখ ঢাকা ছিল।
আরএম-০৪