নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২২
০৮:৫৮ অপরাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২২
০৮:৫৮ অপরাহ্ন
পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান করোনা আক্রান্ত হয়েছেন। আজ সোমবার (১৩ জুন) আসা নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর পজেটিভ দেখা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
তিনি জানান, করোনা উপসর্গ দেখা দেওয়ায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান পরীক্ষার জন্য নমুনা দেন। আজ নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তবে তিনি বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
প্রসঙ্গত, এর আগে ২০২০ সালের ১৩ অক্টোবর পরিকল্পনামন্ত্রী আরেকবার করোনা আক্রান্ত হন। তখন তাকে সিএমএইচে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এএফ/০১