গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ১৪, ২০২২
০৩:১২ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৪, ২০২২
০৩:১৩ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে প্রচার কাজের সময়সীমা শেষ হচ্ছে আজ সোমবার রাত ১২টায়। শেষ দিনের প্রচারে দুই চেয়ারম্যানপ্রার্থী ব্যস্ত দিন পার করেছেন।
প্রচারের শেষ দিন আজ বিকেল ৩টায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মনজুর সাফি চৌধুরী এলিমের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শেখ হাসিনা যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থী হিসেবে এলিমকে নৌকা দিয়েছেন । জননেত্রী শেখ হাসিনার প্রার্থী মঞ্জুর কাদির শাফি এলিম । তিনি নির্বাচিত হলে গোলাপগঞ্জে শেখ হাসিনার উন্নয়ন আরো তরান্বিত হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন। সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ১৫ তারিখের নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান । তিনি বলেন, ‘নৌকা স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১৫ তারিখের নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে হবে।’
![]()
নির্বাচনী সভায় বক্তব্যে দেন নৌকার প্রার্থী মনজুর সাফি চৌধুরী এলিম । তিনি বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলে আপনাদের নিয়েই আমি গোলাপগঞ্জবাসীর উন্নয়ন করবো । সততার সাথে দায়িত্ব করে যাব । জাতি ধর্ম নির্বিশেষ সবার চেয়ারম্যান হবো । উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং গোলাপগঞ্জবাসীর সার্বিক উন্নয়নে আগামী ১৫ই জুন নৌকা মার্কাকে বিজয়ী করুন।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুনায়ুন ইসলাম কামাল, কবির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস উদ্দিন, সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আলী আকবর ফখর, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান প্রমুখ ।
পরে গোলাপগঞ্জ বাজারে নৌকার সমর্থনে গণসংযোগ করা হয়। পরে রাত ৮টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারে নৌকার সমর্থনে গণসংযোগ ও শেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
এদিকে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ভিপি শফিক উদ্দিনের সমর্থনে উপজেলায় বিভিন্ন জায়গায় মোটর শোভাযাত্রা ও সভা অনুষ্ঠিত হয়। সভা ও শোভাযাত্রায় ভিপি শফিক উদ্দিনের পক্ষে বক্তব্যে ও গণসংযোগের মাধ্যমে ভোট চাওয়া হয়। এসময় ঘোড়া প্রতিকের সমর্থকরা মোটর শোভাযাত্রায় ও সভায় অংশগ্রহণ করেন।
এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন । উপজেলায় ১০২ টি কেন্দ্রে ৬২৫ টি বুথে ২ লক্ষ ৪০ হাজার ১০০ জন ভোট দেবেন । এর মধ্যে নারী ভোটার ১১৮০০৩ লক্ষ ১৮ হাজার ৩ জন এবং পুরুষ ভোটার হাজার ১ লক্ষ ২২ হাজার ৯৭ জন । উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু সুন্দর ভাবে সম্পন্ন করতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে । প্রসঙ্গত গত ১৯ ফেব্রুয়ারী উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে পদটি শূন্য হয়।
আগামী ১৫ জুন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গ্রহণ করা হবে ভোট। ইতোমধ্যে নির্বাচনী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।