‌সি‌লে‌টে আবহাওয়া ও জলবায়ু সম্প‌র্কিত সে‌মিনার অনু‌ষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক


জুন ১৪, ২০২২
০৪:২১ অপরাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২২
০৫:৩৯ অপরাহ্ন



‌সি‌লে‌টে আবহাওয়া ও জলবায়ু সম্প‌র্কিত সে‌মিনার অনু‌ষ্ঠিত

আবহাওয়া ও জলবায়ু সম্প‌র্কিত প্রাকৃ‌তিক দু‌র্যোগ বিষ‌য়ে জনস‌চেতনতামূলক সে‌মিনা‌রে বক্তারা ব‌লে‌ছেন, আবহাওয়া ও জলবায়‌ু রক্ষায় এখনই স‌চেতন না হ‌লে সাম‌নে বড় বিপদ র‌য়ে‌ছে।

আজ মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় সি‌লেট জেলা প‌রিষদ মিলনায়ত‌নে আবহাওয়া অ‌ধিদপ্তর আ‌য়ো‌জিত `আবহাওয়া ও জলবায়ু সম্প‌র্কিত প্রাকৃ‌তিক দূ‌র্যোগ বিষ‌য়ে স‌চেতনতামূলক` সে‌মিনারে বক্তারা এসব কথা ব‌লেন।

সে‌মিনা‌রে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সি‌লে‌টের জেলা প্রশাসক মো. ম‌জিবর রহমান।

আবহাওয়া অ‌ধিদপ্তর সি‌লে‌টের জেষ্ঠ‌্য আবহাওয়া‌বিদ সাঈদ আহমদ চৌধুরীর সভাপ‌তি‌ত্বে সে‌মিনা‌রে বি‌শেষ অ‌থি‌থির বক্তব‌্য দেন সি‌লেট কৃ‌ষি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের এগ্রোন‌মি ও হাওর এ‌গ্রিকালচার বিভা‌গের চেয়ারম‌্যান অধ‌্যাপক ড. মোহাম্মদ নূর হো‌সেন মিয়া, কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্তর সি‌লে‌টের উপ প‌রিচালক মোহাম্মদ কাজী ম‌জিবুর রহমান।