সিলেট মিরর ডেস্ক
জুন ১৫, ২০২২
০২:৩৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৫, ২০২২
০২:৫৭ পূর্বাহ্ন
আষাঢ়ের প্রথম দিন কাল। পুষ্প-বৃক্ষে, পত্রপল্লবে, নতুন প্রাণের সঞ্চার করে, নতুন সুরের বার্তা নিয়ে সবুজের সমারোহে আসছে বর্ষা। বর্ষার সতেজ বাতাসে জুঁই, কামিনি, বেলি, রজনীগন্ধা, দোলনচাঁপা আরো কত ফুলের সুবাস। লেবু পাতার বনেও যেন অন্য আয়োজন।
উপচে পড়া পদ্মপুকুর রঙিন হয়ে ফোটে বর্ষাকে পাওয়ার জন্য। কেয়ার বনেও কেতকীর মাতামাতি।
বর্ষার শুরু হতে পারে দেশের আট বিভাগে বৃষ্টির মধ্যে দিয়েই। বুধবার দেশের চার বিভাগের অনেক জায়গায় এবং আর চার বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার দেশের সাত বিভাগের ২৯টি জেলা ও উপজেলায় বৃষ্টিপাত হয়েছে। এরই ধারবাহিকতা অব্যাহত থাকতে পারে কালও। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
যশোর, কুষ্টিয়া ও পাবনা অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে; তা প্রশমিত হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ হাফিজুর রজহমান বলেন, বুধবার রংপুর, ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরএম-০৬