সিলেট মিরর ডেস্ক
জুন ১৫, ২০২২
০৪:৩১ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৬, ২০২২
০৪:৪৯ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের বন্যাদুর্গত আট শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় দারুল আযকার মাদরাসা মাঠে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এলসিআইএফ ইমার্জেন্সি গ্রান্টের ত্রাণ-সাহায্য বন্যার্তদের হাতে দেন লায়ন্স জেলা ৩১৫ বি-১-এর জেলা গভর্নর লায়ন শাহেনা রহমান এমজেএফ এবং ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট লায়ন শরিফ আলী খান এমজেএফ।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল, চাউল, ডাল, তেল, পেঁয়াজ, লবন, আলু, চিড়া, মুড়ি ও খাবার স্যালাইন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর বলেন, এক শ বছরের অধিককাল সময় ধরে সারা বিশ্বের প্রায় দুশতাধিক দেশে আর্থমানবতার সেবায় সর্বাগ্রে কাজ করে যাচ্ছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। বিশ্বের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে লায়ন্স ক্লাবের সদস্যরা। এর ধারাবাহিকতায় বন্যাদুর্গত অসহায় মানুষের মধ্যে আমরা অতীতের ন্যায় আজও ত্রাণসামগ্রী বিতরণ করছি।
ত্রাণ বিতরণ পরিচালনা কমিটির চেয়ারম্যান ও আরসি হেড কোয়ার্টার লায়ন হারুন আল-রশিদ দিপু এমজেএফের সভাপতিত্বে এবং কমিটির ট্রেজারার ও এডভাইজার টু দ্যা ডিজিস কাউন্সিল লায়ন আমিন উদ্দিন আহমদের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, কেবিনেট ট্রেজারার লায়ন মীর কনক, ডিস্ট্রিক্ট জিএমটি কো-অর্ডিনেটর লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন, ত্রাণ কমিটির এডভাইজার লায়ন ডা. শাহ জামান চৌধুরী বাহার, লায়ন শামসুল আলম খান সাজু, সেক্রেটারি লায়ন সাজুয়ান আহমদ, কেবিনেট জয়েন্ট সেক্রেটারি লায়ন ফিরুজ আহমদ, মেম্বার লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের, লায়ন মাসুম আহমদ জোয়ার্দার, লায়ন আব্দুল্লাহ আল মামুন শামুন, লায়ন দেলোয়ার হোসেন জাহাঙ্গীর।
এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন, সমাজসেবক মামুনুর রশীদ মামুন, জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, নুরুল আমীন চৌধুরী লিলন, শাহান আলম, আব্দুল আহাদ, কাজী মোস্তাফা উদ্দিন ও মখলিছ মিয়া প্রমুখ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক চেয়ারম্যান আহমদ সোলাইমান।