কোম্পানীগঞ্জে রাতে বাড়ছে বন্যার পানি, ঢুকছে ঘরবাড়িতে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


জুন ১৫, ২০২২
০৭:১৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২২
০৭:১৫ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে রাতে বাড়ছে বন্যার পানি, ঢুকছে ঘরবাড়িতে

কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের আঙিনা ঢুকে গেছে পানিতে। ছবিটি মঙ্গলবার দিনে তোলা। ছবি- কবির আহমদ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষনে সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় পানি বাড়ছে। রাতে পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে ঢুকতে শুরু করেছে পানি। উপজেলা সদর ও কোম্পানীগঞ্জ থানা এবং সংলগ্ন সড়ক পানিতে নিমজ্জিত হয়েছে।

উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচ ইউনিয়নের বেশির ভাগ গ্রামে বন্যার পানি ঢুলে পড়েছে।

বুধবার দিবাগত রাতে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ৪নং ইছাকসল ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সকল গ্রামে বন্যার পানিতে মানুষের বাড়ি-ঘরে প্রবেশ করেছে। এসব ইউনিয়নের সকল পাঁকা ও মাটির সড়ক তলিয়ে যাওয়ায় সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে মানুষের দূর্ভোগ বৃদ্ধি পেয়েছে। ইছাকলস ইউনিয়ন সকল সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পানি বৃদ্ধি হওয়ায় শিক্ষা-কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার দিবাগত রাত ২টায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ থেকে থানা কমপ্লেক্স পর্যন্ত সড়ক বন্যা পানিতে তলিয়ে গিয়ে থানা সহ উপজেলা সদরে পানি প্রবেশ করছে। উপজেলার নিম্নাঞ্চলে মানুষের বাড়ি ঘরে পানি উঠছে।


কেএ-০১/এএফ-০১