বদরউদ্দিন আহমদ কামরানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক


জুন ১৫, ২০২২
০৭:২৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২২
০৭:২৬ পূর্বাহ্ন



বদরউদ্দিন আহমদ কামরানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

- ফাইল ছবি

সিলেট সিটি করপোরেশনের প্রথম ও একাধিকবারের নির্বাচিত মেয়র, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের এই দিনে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী কামরা সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর প্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি দুই দফায় মেয়র নির্বাচিত হন। দীর্ঘ ২৮ বছর জনপ্রতিনিধিত্ব করা কামরান মানুষের কাছে- ‘জনতার কামরান’ নামে সমাধিক পরিচিত। 

১৯৫১ সালে ১ জানুয়ারি সিলেট নগরের ছড়ারপাড় এলাকায় জন্মগ্রহণ করা বদরউদ্দিন আহমদ কামরান। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী কামরান তৎকালীন পৌরসভার সর্বকনিষ্ঠ কমিশনার হিসেবে ১৯৭২ সালে ছাত্র থাকা অবস্থায় পৌর কমিশনার নির্বাচিত হয়ে চমক দেখান। পরপর তিনবার পৌর কমিশনার হিসেবে নির্বাচিত হওয়ার পর ১৯৯৫ সালে তিনি পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০২ সালে সিলেট পৌরসভা সিটি করপোরেশনে রূপান্তরিত হলে তিনি প্রথম ভারপ্রাপ্ত মেয়র হন। পরের বছর ২০০৩ সালের নির্বাচনে প্রথম নির্বাচিত মেয়র হন। ২০০৮ সালে কারাবন্দী অবস্থায় নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন। তবে পরবর্তীসময়ে ২০১৩ ও ২০১৮ সালে মেয়রপদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি হেরে যান।

১৯৮৯ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীসময়ে তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের প্রথম সভাপতি হন। সিলেটের মানুষের কাছে তিনি জনতার মেয়র হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবনে বদরউদ্দিন আহমদ কামরান দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। 


মহানগর আওয়ামীলীগের কর্মসূচী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রথম মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রয়াত জননেতা বদর উদ্দিন আহমদ কামরান’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- দুপুর সাড়ে ১২টায় মানিক পীর (রাহ.) নাগরিক গোরস্তানে মরহুমের কবর জিয়ারত। মহানগরের প্রতিটি ওয়ার্ড নেতৃবৃন্দের উপস্থিতিতে তাদের নিজ নিজ ওয়ার্ডের মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন।

উক্ত কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

পারিবারিক কর্মসূচি: মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ১৫ জুন দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দুই দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ জুন অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ ও রাতে খতমে কোরআন ও দোয়া মাহফিল, ১৫ জুন খতমে কোরআন, মিলাদ মাহফিল, সকাল সাড়ে ১১টায় ছড়ারপাড়স্হ বাড়িতে বিশেষ দোয়া এবং বিভন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় শিরনী বিতরণ।

পরিবারের পক্ষ থেকে বদর উদ্দিন আহমদ কামরানের জান্নাতুল ফেরদৌস কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন এবং কর্মসূচিতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন তার পুত্র ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।


এএফ/০২