সিলেট মিরর ডেস্ক
জুন ১৬, ২০২২
০৪:১৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৬, ২০২২
০৪:৫০ পূর্বাহ্ন
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি (এলিম চৌধুরী) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন নৌকার মাঝি হয়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দ বলেন, ‘উদীয়মান রাজনীতিবিদ হিসাবে জনগণের সমর্থণ নিয়ে মঞ্জুর কাদির শাফি (এলিম চৌধুরী) নৌকার প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্বচ্ছ ধারার রাজনীতি প্রতিষ্ঠিত করতে চান তা তরুণ ও উদীয়মান রাজনীতিবিদের মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে।’
জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ যে প্রত্যাশা নিয়ে তাকে মনোনয়ন দিয়েছেন তার প্রতিফলন তিনি ঘটাতে পারবেন আশাবাদ ব্যক্ত করে নেতৃবৃন্দ বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবেন। বিশ্বাস করি, তিনি জনগণের সমর্থণ নিয়ে এসেছেন জনগণের পাশেই থাকবেন।’
এএফ/০২