বাম গণতান্ত্রিক জোট সিলেটের নতুন সমন্বয়ক আবু জাফর

সিলেট মিরর ডেস্ক


জুন ১৬, ২০২২
০৯:২৮ অপরাহ্ন


আপডেট : জুন ১৬, ২০২২
০৯:২৮ অপরাহ্ন



বাম গণতান্ত্রিক জোট সিলেটের নতুন সমন্বয়ক আবু জাফর

আবু জাফর।

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নতুন সমন্বয়ক হয়েছেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর। আগামী তিন মাস তিনি বাম জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজ বৃহস্পতিবার (১৬ জুন,২০২২) বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা পর্ষদের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড উজ্জল রায়, সিপিবি জেলা সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল স্বাক্ষরিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়। 

বিবৃতিতে জানানো হয়, বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর ১৭ জুন থেকে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস বাম গণতান্ত্রিক জোট সিলেটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিবৃতিতে বলা হয়, ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শ্রমিক ও সাধারণ মানুষের জন্য উপযুক্ত বরাদ্দ রাখা হয়নি। বাজেটে মানুষের উপর করের বোঝা বাড়িয়ে ধনী তোষণের বাজেট করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরে আনার বৈধতা দেওয়ার মাধ্যমে চলমান দুর্নীতি ও লুটপাটকে উৎসাহিত করা হয়েছে।  

বিবৃতিতে সিলেটে বন্যা কবলিত মানুষদের আশ্রয় এবং ত্রাণ কার্যক্রম জোরদার করার আহবান জানানো হয়।


এএফ/০২